বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আলী অত্র ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর শাহাদত হোসেনকে মারধর করে গুরুতর আহত করেছে। আহত শাহাদত হোসেন শাজাহানপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে ও অত্র ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সামনে শেরপুর উপজেলার সকল সচিব ও হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরা মানববন্ধন করছে। এবং জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, গত বুধবার ১৩ সেপ্টেম্বর শাহাদত হোসেন অফিসে কাজ করছিল। এ সময় মির্জাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ আলী অফিস কক্ষে প্রবেশ করে অন্য কাজ করতে দেখে। তখন তার দেওয়া জন্ম নিবন্ধনের কাজ হয়েছে কিনা জানতে চাই। তখন শাহদত হোসেন জানান সার্ভার বন্ধ থাকায় কাজ করা যাচ্ছে না। এমতাবস্থায় ইউপি সদস্য মমতাজ উদ্দিন বলে আমার কাজ ফেলে অন্য কাজ করছিস কেন? কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রাম পুলিশ অন্যান্য সেবা গ্রহীতার সামনে তাকে গলা টিপে শ^াসরুদ্ধ করে এবং এলোপাথাড়িভাবে মারধর করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় (বাপসা) সহ সভাপতি ইকবাল হোসেন, শেরপুর উপজেলা বাপসা এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপদেষ্টা আব্দুস সালাম, জেলা বাসপার সোহেল রানা, উপদেষ্টা অমিনুল ইসলাম, নজরুল ইসলাম, বাপাকা শেরপুর উপজেলার সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
১৬ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৯ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২১ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৫ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে