শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর বড়ইপাড়া এলাকার ৭৫ বছরের পুরাতন হরিবাসনের স্থানে দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে মহিপুর বাড়ইপাড়া ফায়ার সার্ভিস এর সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেন মহিপুর বারোয়ারি হরিবাসর কমিটি।
মানববন্ধনে হরিবাসর কমিটির সভাপতি বিধান দত্ত বলেন প্রায় ৭৫ বছর যাবত এইখানে ধর্মীয় অনুষ্ঠান হরিবাসর হয় এবং এই জায়গার মালিক জুগোময়া সেন প্রায় ৬০ বছর পূর্বে ধর্মীয় অনুষ্ঠানের জন্য এই জায়গাটি টি হরিবাসর কমিটিকে দান করেন। এখন এই জায়গার কিছু অংশে অবৈধভাবে শৈলান সেন ও তার ছেলে সদানন্দ সেন অবৈধভাবে দখল করে গৃহনির্মাণ করছেন এবং বাদবাকি জায়গা দখলের পায়তারা করছেন তার প্রতিবাদে আমরা এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করছি এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা স্মারকলিপি জমা দেবো। এ সময় আরো উপস্থিত ছিলেন হরিবাসর কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, রঞ্জিত দত্ত, অরুণ মহন্ত, কানু মহন্ত, চন্দন দাস, বিকাশ দত্ত, খোকন দত্ত, ভবতোষ রায়, কালাচান দাস, সুশীল বসু, মোহন ত্যাগী, সুশান্ত মহন্ত, সন্তোষ মোহন্ত, সুমন বসু, পাভেল দত্ত, বলরাম মহন্ত, গোবিন্দ মহন্ত, শুভ মহন্ত, পলাশ, সমর প্রমুখ।
এ বিষয়ে সদানন্দ সেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে। তিনি ফোন রিসিভ করেনি।
১৬ দিন ৪ ঘন্টা ১৫ মিনিট আগে
১৯ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৯ দিন ১৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
২১ দিন ৪ ঘন্টা ২ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৫ দিন ১১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে