শ্যামনগরে সুন্দরবন এ্যাপোলো হাসপাতালে র্যাবের অভিযান ৫০ হাজার টাকা জরিমানা
রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় র্যাব-৬(সিপিসি-১) এর অভিযানে সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অস্বাস্থ্যকর পরিবেশ, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া অপারেশন সহ নানান অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে বৃহস্পতিবার বিকালে প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন র্যাব-৬(সিপিসি-১)এর মেজর গালিব, র্যাবের ডিএডি মোঃ সেলিম, শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলাম, ডাঃ মাহফুজুর রহমান, র্যাবের উপ-পরিদর্শক মাহবুবুল আলম, মেহেদী হোসেন প্রমুখ।
অভিযান শেষে ভ্রাম্যমান আদালতের প্রধান উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আছাদুজ্জামান জানান, এবারের অভিযান শাস্তিমুলক নয়, বরং সতর্কতা মুলক। এ্যানেসথেশিয়া, পোষ্ট অপারেটিভ ইউনিট উন্নতকরন এবং সার্বক্ষনিক প্রয়োজনীয় চিকিৎসক ও সেবিকার অবস্থান নিশ্চিত না হলে পরবর্তীতে উক্ত কিনিক বন্ধ করে দেয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার অপরাপর কিনিক ও ডায়াগনষ্টিকে গুনগত মান যাচাইয়ে অভিযান পরিচালনা হবে বলেও তিনি সতর্ক করেন।
ছবিঃ সুন্দরবন এ্যাপোলো হাসপাতালে র্যাবের অভিযান।