শ্যামনগরে উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভা
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(২১ এপ্রিল) সকালে বেসরকারী সংস্থা উত্তরণের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে জলবায়ু অভিবাসী ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রকল্প বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গাজী আব্দুস সালাম, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, ইউসিও শ্যামনগরের কর্মকর্তা কাজল রায় চৌধুরী, ডিএসএস শ্যামনগরের কর্মকর্তা এস এম আরিফুজ্জামান, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী নাজমা আক্তার, মনিটরিং অফিসার ফারহানা রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধি, স্থানীয় সরকার প্রতিনিধিবৃন্দ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় প্রকল্পটি উপজেলার কৈখালী ও বুড়িগোয়ালিনী ইউপিতে ২০২৫ সাল থেকে শুরু হয়ে ২০২৭ সাল পর্যন্ত বাস্তবায়ন হবে।
ছবি- শ্যামনগরে উত্তরণের প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।
১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৫৫ মিনিট আগে