সিরাজগঞ্জ সদর উপজেলার প্রীতিলতা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত করায় বিশিষ্ট শিক্ষানুরাগী এস. এম. সোহেল মাহমুদ রঞ্জু কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৩ নং বহুলী ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, চলতি মাসের ২০ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী অঞ্চলের ০৭/২৫ নং স্মারক বিদ্যালয় পরিদর্শক মহা: জিয়াউল হক স্বাক্ষরিত একটি পত্রে গত বছরের ০৩ এপ্রিল প্রদত্ত ক্ষমতাবলে সরকারের পূর্বানুমোদনক্রমে এবং ৬৪ বিধি মোতাবেক প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে চলতি বছরের ২০ মার্চ ২০২৫ তারিখ থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক মনোনীত জেলা বিএনপি'র উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষানুরাগী এস. এম. সোহেল মাহমুদ রঞ্জুকে সভাপতি অনুমোদন দেওয়া হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি জেলা বিএনপি'র উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এস. এম. সোহেল মাহমুদ রঞ্জু বলেন, প্রথমেই এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের চাওয়ার কারণে ঐতিহ্যবাহী প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনিত হয়েছি।
তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত করবো সেই সাথে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো।
৪ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
৬ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ৯ মিনিট আগে
৭ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
১১ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
১১ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে