কালিঘাট রোড স্পোর্টস একাডেমির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ এর প্রথম খেলা অনুষ্ঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ এর উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলকাছ মিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন আহমেদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ এহসানুল হক, দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, সাংবাদিক আনিসুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সদস্য ও খেলোয়ারবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ভূবণ সিংহ, ক্রীড়াবিদ মনির বাশার, আব্দুল বাছিত আব্দুল বাছিত, নুর আলম নুরু, আনোয়ার হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন মোঃ ইয়াসিন আহমেদ, মোঃ জহিরুল ইসলাম শান্ত এবং আফসার মিয়া।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন কালীঘাট রোড স্পোর্টস একাডেমির উপদেষ্টা শাহিন আহমেদ ও সভাপতি শিমুল আহমেদ।
কালিঘাট রোড স্পোর্টস একাডেমি সূত্রে জানা যায়, উদ্বোধনী টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন একাডেমি লাল দল-অধিনায়ক শের আলী চৌধুরী হেলাল বনাম একাডেমি হলুদ দল-অধিনায়ক আব্দুল কাদির ভূঁইয়া।
উদ্বোধন হওয়া একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট সিজন-৪ এর উত্তেজনাপূর্ণ প্রথম খেলায় লাল দল ১-০ গোলে হলুদ দলকে পরাজিত করে।
উদ্বোধনী খেলাটি দেখার জন্য কালিঘাট রোডস্থ খেলার মাঠে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতি ছিল।
বিশিষ্ট ব্যবসায়ী ও কালিঘাট রোড স্পোর্টস একাডেমির উপদেষ্টা শাহিন আহমেদ জানান-কালিঘাট রোড স্পোর্টস একাডেমির আয়োজনে কালিঘাট রোড মাঠে গত চার বছর যাবত ফুটবল, বলিবল ক্রিকেটসহ অন্যান্য খেলাধুলা সূচারুরুপে অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক ও অবক্ষয় এবং মোবাইল গেম থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, সামাজিক যোগাযোগে মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করার লক্ষে নিয়মিত খেলাধুলার আয়োজন করা হয়।
১ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ২৫ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ২৮ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে