ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) এর ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন
জাতীয় মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন-ইডাফ (গভ. রেজি. এস-৭৫১৫) এর শ্রীমঙ্গল উপজেলা শাখার নতুন কমিটির অনুমোদন প্রদান করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। গত ১৯ আগস্ট দুপুরে ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) এর চেয়ারম্যান নাসরিন আক্তার ও ভাইস চেয়ারম্যান আল মুরাদ স্বাক্ষরিত কেন্দ্রীয় সংগঠনের প্যাডে প্রেরিত এক চিঠিতে শ্রীমঙ্গল উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি (২০২৩-২০২৬) এর অনুমোদন প্রদান করা হয়।
মানবাধিকার ও সমাজকর্মী সাইদুল ইসলাম সবুজ-কে পুনরায় সভাপতি এবং সাংবাদিক-কলামিস্ট ও শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির)-কে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সংগঠন।
এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন মাহফুজুর রহমান, আছলম মিয়া, কার্যনির্বাহী সদস্য শুভ পাল, মোঃ শাহিনুর রহমান এবং সাজু চাষা।
প্রেরিত চিঠিতে ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) এর চেয়ারম্যান নাসরিন আক্তার ও ভাইস চেয়ারম্যান আল মুরাদ বলেছেন, আমরা আশাবাদি শ্রীমঙ্গল উপজেলা শাখার মাধ্যমে অসহায়, দুঃস্থ,নির্যাতিত নারী-পুরুষ তথা ধর্ম, বর্ণ, নির্বিশেষে সমানভাবে আইনী সহায়তা পাবেন। সংগঠনের মাধ্যমে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা ও একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি ইডাফ মানবাধিকার সংস্থার নতুন কমিটির মাধ্যমে শ্রীমঙ্গল উপজেলায় মানবাধিকার উন্নয়ন ও রক্ষায় আরও বলিষ্ট ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেছেন।
১ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে