ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলার প্রতিবাদ ও ইস্কন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে সাধারণ ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা ২টায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে মানববন্ধন ও পরে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; দালালি না রাজপথ, রাজপথ রাজপথ; আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’ নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা।
শিক্ষার্থী নাহিম আহমদ এর সঞ্চালনায় মানবন্ধন ও প্রতিবাদে বক্তব্য দেন মোঃ আজহারুল ইসলাম অনিক, মো জাহেদ, মোঃ মুজাহিদুল ইসলাম, নাজমুল হোসেন, শেখ রিপন আলী ওয়ারিস, মহসিন সামি কামাল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা ভারতের বিরুদ্ধে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলে বলেন, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননা করে ভারত সীমালঙ্ঘন করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
বাংলাদেশের বর্তমান অস্থিতিশীলতার জন্য ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায় দিয়ে বক্তারা বলেন, ভারতে বসে শেখ হাসিনা র-এর মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এরপর যদি আর কোনও ষড়যন্ত্রের বীজ বপন করা হয়, তাহলে বাংলাদেশের ছাত্র-জনতা কঠোরভাবে তার জবাব দেবে।
বক্তারা আরও বলেন‘ জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে আর একবার যদি ষড়যন্ত্রের চেষ্টা করা হয়, তাহলে আমরা তার দাঁতভাঙা জবাব দেবো। এদেশের মানুষ জীবন দিয়ে স্বাধীনতা পেয়েছে। প্রয়োজনে আবারও জীবন দেবে। তবু আওয়ামী ফ্যাসিবাদকে এদেশে ফিরে আসতে দেবে না।
১ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৪ দিন ১৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ২১ ঘন্টা ১৪ মিনিট আগে
৯ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
১১ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে