গাজীপুরের শ্রীপুরে তিনটি মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি মাহবুব রহমান ওরুফে বাবুলকে(৬৪) গ্রেপ্তার করেছে র্যাব-১।
গতকাল মধ্যরাত দেড়টার দিকে উপজেলার কেওয়া পূর্ব খণ্ড আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহবুব রহমান একই এলাকার মৃত এম.এ. হামিদের ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে গাজীপুরের র্যাব-১ কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান,গোপন ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারি যে তিন টি গ্ৰেফতারী পরোয়ানাভুক্ত আসামি গাজীপুরের শ্রীপুর থানাধীন কেওয়া পূর্ব খন্ড এলাকায় আত্মগোপন করে আছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ক্যাম্পের র্যাব সদস্যদের নেতৃত্বে গাজীপুরের শ্রীপুরে কেওয়া পূর্ব খন্ড এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ টি(গাজীপুর জেলার শ্রীপুর থানার মামলা নং-২৯(১১)১৬, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক) এর ৭(ক) এবং প্রসেস নং-১৬৫৫/২১, শ্রীপুর থানার মামলা নং-৭৩(০৬)১৯, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক), জিআর-৫৪৪/১৯ এবং শ্রীপুর থানার মামলা নং ৫৫(১০)২০১৯, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(ক), জি আর-৯৩৯/১৯)গ্ৰেফতারী পরোয়ানাভুক্ত আসামি মাহবুব রহমান @ বাবুলকে গ্রেফতার করা হয়।
এক প্রশ্নের জবাবে কোম্পানী অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাহবুব মাদক ব্যবসার সাথে জরিত বিষয়টি স্বীকার করেছে।আসামি মামলার পর হইতে ছদ্মবেশ ধারন করে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন আত্মগােপনে ছিল।তাকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
২ দিন ১১ ঘন্টা ১৭ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৭ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
২০৫ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
২০৬ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে
২২৮ দিন ৫২ মিনিট আগে
২৩৬ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে