গাজীপুরের শ্রীপুরে তাঁর কর্ম দক্ষতা,মেধা মনন,সততা কাজে লাগিয়ে ক্লুলেস হত্যাকাণ্ডর রহস্য উন্মোচন,আন্তঃজেলা ডাকাতচক্র গ্রেফতার ও সার্কেলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভুমিকা রাখায় ২০২২ সালের জুলাই মাসের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে ঢাকা রেঞ্জের অফিসার হিসেবে মনোনীত হয়ে পুরস্কার লাভ করেন গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন।
বুধবার (২১সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের মাসিক সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর নিকট থেকে শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পদক ও সার্টিফিকেট গ্রহণ করেন আজমীর হোসেন।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) সাইদুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মাশরুকুর রহমান খালেদ অতিরিক্ত ডিআইজি (অপ্স অ্যান্ড ইন্ট) বিপ্লব কুমার সরকারসহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
আজমীর হোসেন ২০১৭ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি ২০২১ সালের ১৬ নভেম্বর কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ইউনিটে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
২ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
৪৭ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
২০৫ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
২০৬ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে
২২৮ দিন ৫৬ মিনিট আগে
২৩৬ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে