গাজীপুরের শ্রীপুরে আ. হক মাদবর নামের ৯৫ বছর বয়সী নানাকে পিটিয়ে হত্যার অভিযোগ নাতি আব্দুল খালেক (২৫)কে আটক করেছে পুলিশ।এ সময় আহত হয়েছেন ছেলে হারুন (৫৮)।আহতকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নিহতের মরদেহ পুলিশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলা রাজাবাড়ী ইউনিয়নের বড়চালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আ. হক মাদবর বড়চালা গ্রামের মৃত দোখাই মাদবরের ছেলে। অভিযুক্ত
নাতি আব্দুল খালেক (২৫) নিহত আ.হক মাদবর মেয়ের ছেলে। তিনি ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার মহাখালী গ্রামের জামাল হোসেনের ছেলে।
স্বজনদের বরাত দিয়ে রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন জানান, নিহত আ.হক মাদবর ও তার ছেলে হারুন মাদবর পাশাপাশি কক্ষে থাকেন। হারুনের ব্যবহৃত মোটরসাইকেল বাবার কক্ষেই রাখতেন। হারুন মাদবর রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল দিয়ে বাড়িতে প্রবেশকালেই হঠাৎ পেছন থেকে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। পেছন ফিরে তার ভাগ্নে আব্দুল খালেককে দেখতে পান, সাথে সাথে লাঠি দিয়ে পুনরায় আরেকটি আঘাত করে খালেক দ্রুত পালিয়ে যায়। পরে হারুণকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে রাত তিনটার দিকে বাড়িতে আনা হয়। পরিবারের লোকজন হারুণের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় রাতে তার বাবার খোঁজ নেয়নি কেউ। সকালে তার বাবাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন।
খোঁজাখোঁজির এক পর্যায়ে পাশের ঘরে মেঝেতে বস্তায় ঢাকা বাবার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তারা ধারণা করছে, ভাগ্নে আব্দুল খালেকই তার নানাকে হত্যা করে ঘরের মেঝেতে বস্তায় ঢেকে রেখে পালিয়েছে। নিহতের মাথায় আঘাত ও নাকে আঘাতের চিহ্ন আছে, কান দিয়েও রক্ত বের হচ্ছিল।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পারিবারিক বিরোধীদের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পরপরই খালেককে ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী এলাকা থেকে আটক করা হয়েছে।তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত ঘটনা জানা যাবে।মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
৪৭ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
২০৫ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
২০৬ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে
২২৮ দিন ৫৫ মিনিট আগে
২৩৬ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে