"ভূমি সেবা ডিজিটাল - বদলে যাচ্ছে দিনকাল "এই স্লোগানকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরের ৪৩লনং শ্রীপুর মৌজার চলমান ডিজিটাল ভূমি বিষয়ক গণসংযোগ সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর ) উপজেলা চত্বরে উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্যে রাখেন দেন ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার উপ-সচিব মো.আশরাফ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান, এড. সামসুল আলম প্রধান, ভাইস-চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ্,উপজেলা আ.লীগের সভাপতি হুমায়ূন কবির হিমু প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেটেলমেন্ট অফিসার সুধী চন্দ্র সরকার, উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার আব্দুল মালেক, মাহবুব হোসেন, হারুন অর রশীদ,আলতাব হোসেন, এ বি এম সামসুল আলম,মাকসুদুল আলম, শ্রীপুর পৌরসভার কাউন্সিলর বৃন্দসহ উপজেলার সাধারণ জনগণ।
উপস্থিত ভূমি মালিকদের বিভিন্ন প্রশ্নের এবং বনবিভাগের লাগামহীন দৌরাত্ম, মামলা ও নির্যাতনের বর্ননা দিয়ে তাঁরা এর প্রতিকার চান।
জবাবে উপ-সচিব মো.আশরাফ হোসেন ভূমি মালিকদের কোন ধরনের জমি কীভাবে রেকর্ড হবে তার বিশদ আইনী ব্যাখ্যা সাবলীলভাবে উপস্থাপন করেন।
২ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৭ দিন ১৭ ঘন্টা ১৭ মিনিট আগে
২০৫ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
২০৬ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে
২২৮ দিন ৫৩ মিনিট আগে
২৩৬ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে