দেশব্যাপী বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর)সকালে উপজেলার মাওনা চৌরাস্তায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আনিসুর রহমান আনিস নেতৃত্বে মিছিল-পরবর্তী অবস্থান কর্মসূচি আয়োজন করা হয়।
এ সময় আনিসুর রহমান বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্য রাজপথে থেকে প্রতিহত করা হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভস্থল।এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম খোকন,তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আবুল,উপজেলা যুবলীগের সভাপতি কামরুদ্দিন,কৃষক লীগের আহবায়ক জয়নাল আবেদীন,আওয়ামী লীগ নেতা কামরুল মণ্ডল,তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজ রহমান রিপন প্রমুখ।
২ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
৪৭ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
২০৫ দিন ৯ ঘন্টা ২ মিনিট আগে
২০৬ দিন ১ ঘন্টা ২৪ মিনিট আগে
২২৮ দিন ৫৫ মিনিট আগে
২৩৬ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে