গাজীপুরের শ্রীপুরে দেশব্যাপী পদযাত্রা'র নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস,সহিংস রাজনীতি,প্রকাশে অস্ত্রের মহড়া,জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা যুবলীগের নেতাকর্মীরা।
সোমবার(২০ ফেব্রুয়ারি)বেলা ৫টায় উপজেলার মাওনা চৌরাস্তায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো.জাহিদুল আলম রবিন নেতৃত্বে মিছিলটি পাইকারি মার্কেটের চত্বর থেকে শুরু হয়ে চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উড়ালসেতুর নিচে শ্রীপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল কিস্ সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি শাওন আকন্দের সঞ্চালনায়
এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রবিন বলেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে।বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে।
তিনি আরোও বলেন,জননেত্রী শেখ হাসিনা পথকে মসলিন রাখার জন্য গাজীপুর জেলা যুবলীগ সকল ত্যাগ করতে প্রস্তুত।
শোকের মাস আসলে বিএনপির চুলকানি উঠে।এদের আর কোনো প্রকার নৈরাজ্য করতে দেওয়া যাবে না।
জনগণের জানমাল নিরাপত্তায় যুবলীগের সকল নেতাকর্মী অতন্দ্র প্রহরীর ভুমিকায় রাজপথে অবস্থান করবে।
এর আগে বেলা ২টার পর থেকেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান মার্কেট চত্বরে যুবলীগ নেতারা তাদের কর্মীসহ ঝাঁকে ঝাঁকে একত্রিত হোন।
এতে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক সোলাইমান হক,মাওনা ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন মোড়ল,গাজীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সানোয়ার ফকির,তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রানা, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ সরকার,সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
২ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
৪৭ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
২০৫ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
২০৬ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে
২২৮ দিন ৫৬ মিনিট আগে
২৩৬ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে