রাজপথ পাহারা দিতে হবে উল্লেখ করে জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কে.এম. আজম খসরু বলেন দেশে সহাবস্থান বজায় রেখে রাজনীতি করার অধিকার আছে সকলের তাই বলে রাজনীতির নামে জ্বালাও পোড়াও কর্মসূচি ও অগ্নিসংযোগ করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করতে আসলে তাদের ঐ অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হবে। কাউকে বিন্দুমাত্র ছাড়া দেওয়া হবে না।
বুধবার বেলা সাড়ে ১২টায় গাজীপুরের শ্রীপুরে উপজেলা মাওনা চৌরাস্তায় শ্রমিক লীগ কার্যালয় উদ্বোধন করার সময় উপজেলা শ্রমিকলীগের আয়োজিত এক আলোচনা সভায় উপজেলা শ্রমিক লীগের আহবায়ক সোলাইমান হকের সভাপতিত্বে ও সদস্য সচিব জহিরুল ইসলামের সঞ্চালনায় এসব কথা বলেন।
আযম খসরু বলেন,বাংলাদেশ শেখ হাসিনার কোনো বিকল্প নেই,শেখ হাসিনা সরকার বারবার দরকার। দেশ এখন সবসূচকে উন্নতি করেছে।বর্তমান সরকার পদ্মা সেতু, মেট্রোরেল, পাতাল রেল,রূপপুর বিদ্যুৎ কেন্দ্রসহ মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন করছে।
আযম বিএনপির সমালোচনা করে বলেন,তারা বলেছিল ১০ই ডিসেম্বর বেগম খালেদা জিয়ার কথায় চলবে।তারা পরিকল্পনা করছিল বিএনপি অফিসের সামনে বসে জ্বালাও পুরাও অগ্নি সন্ত্রাস করবে।কিন্তু তা তারা করতে পারেনি।তারা গোলাপবাগ গোরুর হাটে সমাবেশ করেছে যেখানে ২৫ হাজারের বেশি লোক হওয়া সম্ভব না।এখন কার কথায় দেশ চলতেছে তা সকলের জানা।
এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান গাজীপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার মফিজুর রহমান লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান আনিস,সাবেক শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো.আব্দুল জলিল,গাজীপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো.সালাম মোল্লা,সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন প্রমুখ।
২ দিন ১১ ঘন্টা ২১ মিনিট আগে
২ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১১ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
৪৭ দিন ১৭ ঘন্টা ২১ মিনিট আগে
২০৫ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
২০৬ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে
২২৮ দিন ৫৬ মিনিট আগে
২৩৬ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে