সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় কসমেটিক সামগ্রী ও বিদেশী মদসহ ০৩ জন গ্রেফতার।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল ইসলাম, এএসআই মোঃ নাজিম উদ্দিন ১৬ই আগস্ট ২০২৩ খ্রিঃ সন্ধ্যা সাড়ে ৭টায় তাহিরপুর থানাধীন যাদুকাটা নদীতে সন্দেহভাজন একটি নৌকা আটক করে সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১। জাহাঙ্গীর আলম (২৮), পিতা-মৃত চারু মিয়া, সাং-মাটিকাটা, ২। মোঃ শুক্কুর আলী (২৬), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-রজনী লাইন, উভয় থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জদ্বয়কে আটক করেন। আটককৃত আসামিদ্বয়ের হেফাজতে থাকা নৌকাটি তল্লাশি করে আনুমানিক ৫ লক্ষ ২৭ হাজার ৩ শত ২৫ টাকা মূল্যের বিভিন্ন ধরণের ভারতীয় কসমেটিক সামগ্রীসহ একটি নৌকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় কসমেটিক সামগ্রী আমদানী সংক্রান্ত কাগজপত্রসহ অন্যান্য বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় কসমেটিক সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখায় তাদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এছাড়া তাহিরপুর থানার এসআই মোঃ রাশেদুল কবির ১৬ই আগস্ট ২০২৩ খ্রিঃ রাত সাড়ে ৯টায় তাহিরপুর থানাধীন রজনীলাইন গ্রামে যাতায়াতের রাস্তার উপর সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মোঃ রহমত আলী(২৬), পিতা-রওশন আলী, সাং-রজনী লাইন, থানা-তাহিরপুর, জেলা-সুনামগঞ্জকে আটক করেন। আটককৃত আসামির হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ০৩ বোতল McDowells No1 এবং ০৫ বোতল MAGIC MOMENTS সর্বমোট ০৮ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
৩৮ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮৮ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
১২৭ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
২৫৯ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
৪৩৬ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৫৬ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৮৬ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে
৫২৩ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে