আজ ১৯ই আগস্ট ২০২৩ খ্রি. বেলা ১টায় সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হাসান রাশেদ পরাগের বদলিজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এহ্সান শাহ্, পুলিশ সুপার, সুনামগঞ্জ। পুলিশ সুপার বিদায়ী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের সুনামগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটে বাস্তব কাজের অভিজ্ঞতা আগামী দিনের চলার পথ সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুলিশ সুপার বিদায়ী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন। হাসান রাশেদ পরাগ ৩৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০২২ সালে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। শিক্ষানবিশকাল শেষ হওয়ায় তিনি সহকারী পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি, ঢাকায় যোগদান করবেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাজন কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
৩৮ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮৮ দিন ২০ ঘন্টা ৩১ মিনিট আগে
১২৭ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে
২৫৯ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে
৪৩৬ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৫৬ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৪৮৬ দিন ১ ঘন্টা ৫০ মিনিট আগে
৫২৩ দিন ১৯ ঘন্টা ১০ মিনিট আগে