গ্রাম পুলিশের চাকরি জাতীয়করনের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ রবিবার বেলা ১২ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে জেলা গ্রাম পুলিশ বাহিনীকর্মচারী ইউনিয়নের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করাহয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের সুনামগঞ্জ জেলা সভাপতি অবনি কান্ত , সুনামগঞ্জ জেলা সারণ সম্পাদক আমানুল্লাহ ,সহ সুনামগঞ্জের ১২টি উপজেলার সভাপতি সারণ সম্পাদক, ও গ্রাম পুলিশ সদস্য গন । মানবন্ধনে বক্তারা বলেন, গ্রামীণ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত গ্রাম পুলিশের সদস্যরা সরকারের নির্দেশে প্রায় ৭০ প্রকারের কাজে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে। কিন্তু শ্রমঅনুযায়ী ন্যায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছে তারা। তাই দ্রুত গ্রাম পুলিশের চাকরি জাতীয়করনের দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অংশ নেয় জেলার ১২টি ইউনিয়নের একশত, গ্রাম পুলিশ সদস্য।
৪০ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৯০ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে
২৬০ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪৩৭ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে
৪৫৮ দিন ১০ ঘন্টা ৮ মিনিট আগে
৪৮৭ দিন ১৫ ঘন্টা ৪০ মিনিট আগে
৫২৫ দিন ৮ ঘন্টা ৫৯ মিনিট আগে