নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

সাতক্ষীরা পাটকেলঘাটার হাইস্কুল রোড নামে পরিচিত রস্তাটিতে হাটু-কাদা পানির জন্য লাগেনা কোন মৌসুম

সাতক্ষীরা জেলার প্রধান বাজিন্য কেন্দ্র পাটকেলঘাটার গুরুত্বপূর্ণ হাই স্কুল রাস্তাটির সংস্কার আজ এলাকাবাসীর প্রানের দাবীতে পরিনত হয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশে এ ধরনের গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন হবে।


মাননীয় সাংসদ সদস্য মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তপক্ষ রাস্তা দু’টির দিকে নজর দেবেন কি ? সাংবাদিকরা শুধু জরাজীর্ণ পাটকেলঘাটার হাইস্কুল সড়কটি নিয়ে দীর্ঘদিন ধরে সচিত্র প্রতিবেদন প্রকাশ করলেও সুফল এখনো আসেনি। সরকার দলীয় নেতাদের রাস্তাটি প্রয়োজন উপলব্ধি করে শুধু বড় বড় কথার বুলি শুনে যাচ্ছে ভুক্তভোগী এলাকাবাসী। থানা সদরের এই রাস্তাটিতে হাটু-কাদা পানির জন্য কোন মৌসুম লাগেনা। রাস্তাটির এমন নাজুক অবস্থা যে সব মৌসুমে হাটু কাদা পানির মধ্যে নিমজ্জিত থাকে।


চলাচল করতে পারেনা কোন যানবাহন। সাংবাদিকরা রাস্তাটি লেখালেখি করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু কর্তা ব্যক্তিরা ১০/১২ বার উক্ত রাস্তাটি সংস্কারের জন্য মাপামাপি করেন কিন্তু কোন অদৃশ্য কারনে সংস্কার কাজ এ পর্যন্ত শেষ। সড়কটিতে ছোট বড় ৫০টির অধিক ব্যবসা প্রতিষ্ঠান, কয়েকটি এনজিও, ডাক্তার খানা, একটি ক্লিনিক, আবাসিক এলাকা রয়েছে।


এ রোডের ব্যবসায়ী ফরহাদ হোসেন জানান, রাস্তার বেহাল দশায় ব্যবসায়ীক লোকসান গুনতে গুনতে ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্থ হতে হচ্ছে। ১ বছর পূর্বে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে রাস্তাটির জমা থাকা মাটি পরিষ্কার ও আদলা ইট ফেলে করে চলাচলের কিছুটা উপযোগী করা হলেও বর্তমানে এ রাস্তাটি দিয়ে যাতায়ত করার কোন পরিবেশ নেই। কোন ক্রেতা সাধারন আসতে চাইনা।


রাস্তাটি অভিভাবক হীনের মত পড়ে রয়েছে। প্রায় দেখা যায় রাস্তাটি সংস্কারের জন্য মাপামাপি করে কিন্তু কার্যত কিছুই হয়না। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ কে জানানো হলেও এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে বর্ষায় প্রায় হাটু-কাদা পানিতে চলতে হচ্ছে হাজার হাজার সাধারন জনগণকে।


সাতক্ষীরা-১(তালা-কলারোয়া)’র সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রায় বিভিন্ন মিটিং সংবাদ সম্মেলনে বলেন, পাটকেলঘাটার উন্নয়নের সাথে সাথে রাস্তা ঘাটের কাজ দ্রুততার সাথে শুরু হবে। কিন্তু জনগন কে শুধু শুনতে হচ্ছে হবে হবে হবে তবে সেটা কবে হবে এটা এলাকাবাসী জানে না।


তালা উপজেলা বাসী জানে রাজনৈতিক প্রতিবন্ধকতায় হাইস্কুল রাস্তাসহ অধিকাংশ রোডের কাজ শুরু হচ্ছে না। সাধারন এলাকাবাসীর প্রশ্ন রাজনৈতিক কারনে সাধারন জনগন কেন কষ্ট পাবে? পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়তকারী ১৫/১৮ শত শিক্ষার্থী নিদারুণ কষ্ট সহ্যকরে শিক্ষা প্রতিষ্ঠানটিতে ঝুকি নিয়ে যেতে হয়।


এ ছাড়া হাজার জনসাধারন রাস্তাটি ব্যবহার করে প্রতিনিয়ত। সড়কের পাশে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ হতে বসেছে। রাস্তাটি ভেঙ্গে খানাখন্দের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টিতে বড় বড় গর্তের মধ্যে পানি জমে থাকায় দুগর্ন্ধের সৃষ্টি হয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যবসায়িক কাজকর্ম করতে দোকানীদের কষ্ট হয়। তাছাড়া রাস্তার পাশের ব্যবসা প্রতিষ্ঠান গুলো ক্রেতা শূন্যতায় ব্যবসায়ীক লোকসান গুনতে হচ্ছে।


রাস্তাটির দু’ধারে গড়ে উঠেছে আবাসিক এলাকা, হাজার হাজার মানুষের মধ্যে শিক্ষক, ব্যবসায়ী, শিক্ষাথী, এনজিও কর্মী, কৃষক, বিভিন্ন ধরনের শ্রমিকরা নিদারুন কষ্টের মধ্যে দিয়ে যাতায়াত করতে হচ্ছে। পাটকেলঘাটা এলাকাবাসীর প্রানের দাবী যাতে অতিদ্রুত রাস্তাটি সংস্কার পূর্বক পিচের/ঢালায়ের ব্যবস্থা করা হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ব্যবস্থা করেন।

আরও খবর