গত ২৮ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটা প্রেসক্লাবে সাতক্ষীরার পাঁচ সাংবাদিকের নামে মিথ্যা, বানোয়াট ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক এম.এম জামান মনি, দপ্তর সম্পাদক গাজী রোকোনুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মুজিবর রহমান, প্রভাষক ইয়াসিন আলী, প্রভাষক ফিরোজ কবীর, নাজমুল হাসান মিঠু, শেখ রায়হান হোসেন, সদস্য মাখফুর রহমান জান্টু, মোঃ শাহীন আলম, এস.এম মজনু, মাহফুজুর রহমান মধু, কিশোর কুমার, রিপন হোসাইন, নব কুমার দে, ফরিদ হাসান জুয়েল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে পাঁচ সাংবাদিকের নামে মিথ্যা হয়রানী মূলক মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রস্তাব গৃহিত হয়। এছাড়াও অবিলম্বে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২ মে মঙ্গলবার বিকাল ৪টায় পাটকেলঘাটা প্রেসক্লাবের সামনের রাস্তায় মানব বন্ধন ও প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে। উক্ত সভায় সাংবাদিক সমাজ সহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের একত্বতা প্রকাশের অনুরোধ করা হয়েছে।
২ দিন ২ ঘন্টা ৪০ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৯ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে
২৫ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৭ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে