সাতক্ষীরার পাটকেলঘাটায় ফেসবুকে স্টাটাস ছবি আপলোড করে ও দিয়ে এক যুবকের আত্মহত্যা। বউ, শাশুড়ির কাছে টাকার কাছে পরাজিত হয়ে পারিবারিক দ্বন্দের জেরে দিবাগত রাত ১২টার দিকে পাটকেলঘাটা থানার বাইগুনি গ্রামের সে মিজান মোড়লের পুত্র মশিয়ার রহমান।
ফেসবুকে আত্মহত্যার ছবি পোস্ট ও স্টাটাস দিয়ে মশিয়ার আত্মহত্যা করে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। সেখানে তার দুই বছরের ছেলের মুখ না দেখতে পেরে আক্ষেপ করে। পরে ঘরের ভেতরে আড়াই গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে।
এঘটনায় পাটকেলঘাটা থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান এলাকাবাসি জানান।