খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ভৈরব নগর মোড়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এ স্কুল শিক্ষাকের করুন মৃত্যু হয়েছে।স্কুল শিক্ষাক মতিয়ার রহমান (৫০) তালা উপজেলার জুজখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা এ প্রতিবেদককে জানিয়েছেন,প্রতিদিনের ন্যায় স্কুল ছুটির পর খুলনা সাতক্ষীরা মহা সড়ক ধরে গ্রামের বাড়ি মিঠাবাড়িতে যান। আজই একই ভাবে বাড়িতে ফেরার পথে দুপুর ৩ টির দিকে ভেরবনগর মোড় পার হয়ে গ্রামের রাস্তায় মটরসাইকেল যোগে প্রবেশ করছিল। ঠিক ঐ সময় বিপরিত দিক সাতক্ষীরা থেকে দ্রুতগতি আরও এক মোটরসাইকেল আরোহী তাঁর গাড়িতে সাজোরে আঘাত করে। এ সময় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।পুলিশ লাশ উদ্ধার পূর্বক দূর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ২ টি হেফাজত নিয়েছেন।অপর আরোহী কে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।