বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা পারভীন ২০ দিনের ছুটিতে এই প্রথম সাতক্ষীরায় নিজ বাড়িতে ফিরেছেন। তিনি বাড়িতে ফেরায় জেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীরা সংবর্ধনার আয়োজন করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সাফ চ্যাম্পিয়ন দলের নারী ফুটবলার ডিফেন্ডার মাসুরা পারভীন তিনি সাতক্ষীরার বিনেরপোতা গ্রামের বাড়িতে ফেরেন। সে বাড়িতে ফিরার খবর শুনে সকাল হতে ফেরার তার সাথে দেখা করতে আসছেন শুভাকাঙ্খীরা। এত বড় সাফল্যের পর তাকে বাড়িতে পেয়ে আনান্দে আত্মহারা হয়েছেন তারকা মাসুরার বোনরা।
এসময় সাফজয়ী ডিফেন্ডার মাসুরা পারভীন বলেন, সাফজয়ের পর প্রথম ২০ দিনের ছুটিতে আমার গ্রামের বাড়িতে আসা। সাফজয়ের পর এই প্রথম বাড়িতে আসার অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। বাবা-মায়ের কাছে আসার ইচ্ছা থাকলেও ঠিকঠাক আসার সুযোগ হয় না। এত বড় একটা জয়ের পর এবার গ্রামে ফিরে আমার অনুভূতিটা কাউকে বোঝানো সম্ভব নয়। আলাপকালে তার অভিব্যক্তি প্রকাশ করার পাশাপাশি এ সাফল্যের জন্য ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনা অগ্রণী ভূমিকা থাকার কথা স্বীকার করেন।
তিনি আরও বলেন, সাতক্ষীরার গুড়পুকুরের মেলায় বোনকে নিয়ে মেলায় যাব। তাছাড়া পরিবারের অন্য সদস্যদের নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির বলেন,সাফজয়ী মাসুরাকে আগামী রবিবারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এবং মাসুরার সাথে কথা বলে সার্বিক সহযোগিতা করা হবে।