নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

সাতক্ষীরার নবীন ও প্রবীনদের সমন্বয়ে তালা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

নবীন ও প্রবীনদের সবন্বয়ে  সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক ও সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম গত সেপ্টম্বর- ২০২২ স্বাক্ষরিত উক্ত কমিটি আজ প্রকাশিত হয়েছে। কমিটির কর্মকর্তা ও সদস্য সংখ্যা ৭১ জন এবং উপদেষ্টা রাখা হয়েছে ২১ জনকে।

গত ২০১৯ সালের ৮ডিসেম্বর তালা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে শেখ নুরুল ইসলাম সভাপতি এবং ঘোষ সনৎ কুমারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া আরো কয়েকটি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটির ৯ জন সহ-সভাপতি হলেন মো.খোরশেদ আলম (হরিহরনগর), সরদার সুজাত আলী (মুড়াগাছা), মোড়ল আব্দুর রশিদ (কৃষ্ণকাটি), সন্তোষ বিশ^স (ফুলবাড়ি), পিএম গোলাম মোস্তফা (চরগ্রাম), সৈয়দ ইদ্রিশ (মাঝিয়াড়া), এড. আব্দুস সামাদ খোদ্দ), সৈয়দ জুনায়েদ আকবর তেতুলিয়া) ও কাজী মুস্তাক গাউছুল হক মারুফ (তালা)।

তিনজন যুগ্ম সম্পাদক হলেন মীর জাকির হোসেন (তালা), শেখ আব্দুল হালীম টুটুল (মাগুরা) ও গোলদার রাজিব হোসেন (হরিহরনগর)।

আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ খেশরা), কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো.শহীদুল ইসলাম (জগদানন্দকাটি), তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিনিয়ার আবীর হোসেন রনি (টিকারামপুর), ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাবু খেশরা), দপ্তর সম্পাদক মীর মহাসীন হোসেন (তালা), ধর্ম বিষয়ক সম্পাদক মো.আব্দুল গফুর (মড়াকালিয়া), প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান খাঁ (সাহাপুর), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.জামাল উদ্দিন গাজী (কাজীডাঙ্গা), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উত্তম কুমার হরি গোপালপুর), মহিলা বিষয়ক সম্পাদক শ্রীমতি ভৈরবী বাছাড় (কৈখালী), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অমল কান্তি বাছাড় (গঙ্গারামপুর), যুব ও ক্রীড়া সম্পাদক মো.সেলিম হোসেন (হরিহরনগর), শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক অরবিন্দু মন্ডল (নলতা), শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ঈন্দ্রজীত দাস বাপি (জালালপুর), সাংস্কৃতিক সম্পাদক মোসলেম উদ্দিন মোড়ল (আলাদীপুর) ও স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক গোপাল ঘোষ (কুমিরা)।
তিনজন সাংগঠনিক সম্পাদক হলেন মো.ইকবাল হোসেন (লক্ষ্মণপুর), সাংবাদিক মোজাফ্ফ্র রহমান (খলিশখালী) ও শাহ আলম টিটু (পাটকেলঘাটা)। সহ দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান মধু (বড়বিলা), সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মমিনুল বারী চান্টু (তালা মহল্লাপাড়া) এবং কোষাধ্যক্ষ শেখ আনারুল ইসলাম (কানাইদিয়া)।

কাযনির্বাহী কমিটির ৩৫ জন সদস্য হলেন ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান (কাশিপুর), সৈয়দ ফিরোজ কামাল শুভ্র তেতুলিয়া), এসএম ফজলুল হক (শাহাজাতপুর), মো.আতাউর রহমান (মুড়াগাছা), প্রণব ঘোষ বাবলু (হাজরাকাটি), বিশ^জিত সাধু তৈলকুপি), লায়লা পারভীন সেঁজুতি (মিঠাবাড়ি), শেখ মঞ্জুরুল ইসলাম (কাশিপুর), কাজী জাহিদুর রহমান (কুমিরা), অশোক লাহড়ী (খলিশখালী), জেবুন্নেছা খানম (তালা), ডা.মো.শহিদুল ইসলাম (ধানদিয়া), সুভাষ চন্দ্র সেন (নাংলা), মো.রবিউল ইসলাম মুক্তি (সাতপাকিয়া), খগেন্দ্র দেবনাথ (বারুইপাড়া), এসএম আবুল কালাম আজাদ (শিরাশনি), শেখ আজিজুর রহমান (অভয়তলা), স.ম. আক্তারুল ইসলাম ৯মিঠাবাড়ি), মো.সাহাবুদ্দিন বিশ^াস (আগোলঝাড়া), মো.কামরুজ্জামান লিপু (নগরঘাটা), মাস্টার শহিদুল ইসলাম (পাঁচপাড়া), সমীর দাস (মোকছেদপুর), মো.রফিকুল ইসলাম (রাঢ়িপাড়া), বিশ^াস আতিয়ার রহমান (যুগিপুকুরিয়া), মো.আব্দুল হান্নান (চাদকাটি), মো.সিরাজুল ইসলাম মোড়ল (মাহন্দি), সজল কুমার নন্দি (পার কুমিরা), মো.মামুন সরদার (বারুইহাটি), প্রসাদ মন্ডল (কলাগাছি), মো.হাফিজুর রহমান (সেনপুর), প্রকাশ দালাল (গঙ্গারামপুর), মো.আবুল কাশেম (হরিহরনগর), মুরশিদা পারভীন পাপড়ি (খেশরা), মোস্তারি সুলতানা পুতুল (পাটকেলঘাটা) ও শেখ শহিদুজ্জামান পাইলট (পাটকেলঘাটা)।

২১ সদস্যের উপদেষ্ঠামন্ডলীর সদস্যরা হলেন হাবিবুর রহমান পিন্টু (পাটকেলঘাটা), আব্দুল করিম খা (শুভাশুনি), এড. কেরামত আলী (বারাত), বীরমুক্তিযোদ্ধা আব্দুস সোবহান (বারাত), অধ্যক্ষ মো.আব্দুর রহমান (কলিয়া), বীরমুক্তিযোদ্ধা মো.আব্দুল খালেক (মিঠাবাড়ি), রাজেন্দ্র নাথ ঘোষ (মৃজাপুর), আশুতোষ দাশ (মানিকহার), বীরমুক্তিযোদ্ধা মো.তাবিবুর রহমান (ধানদিয়া), রেজাউল বিশ^াস (পাটকেলঘাটা), মো.নুরুউল্লা (শিরাশুনি), নন্দলাল ঘোষ জেয়ালা), মধুসূদন পাল (খলিশখালী), গৌর বসু (মাগুরা), গফুর গোলদার (খেশরা), জালাল জোয়াদ্দার (আটারই), শেখ আব্দুর রশিদ (কানাইদিয়া), শেখ ওজিয়ার রহমান (কানাইদিয়া), মো.আব্দুল গফুর (জালালপুর), সরদার ইমান আলী (খলিলনগর) এবং মো. বাবলুর রহমান (নগরঘাটা)।

Tag
আরও খবর