পরকিয়া প্রেমিকের সাথে স্ত্রীর পলায়নের জেরে আভিমানে গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে। বুধবার রাত ৯ টার সময় পাটকেলঘাটা বলফিল্ড তোফাজ্বেল এর ভাড়া বাড়ি থেকে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।নিহত যুবক একই এলাকার আরশাফ সরদারের ছেলে আতাউর (২৪)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বছর ছয়েক আগে ধানদিয়া ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের আব্দুস সোহবানের মেয়ে তাজমিরা খাতুনকে বিয়ে করে ওই যুবক বর্তমানে তাদের একটি ৪ বছরের ছেলে সন্তান রয়েছে।চলতি বছরের ২৫ অক্টোবর সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী তাজবীর খাতুন তার বাপের বাড়ি চলে যায়।
ঘটনার দিন সকালে স্ত্রী ও সন্তানকে আনতে শ্বশুর বাড়ি গিয়ে জানতে পারে স্ত্রীর শিশু সন্তানকে রেখে পরকিয়া প্রেমিক এক যুবকের সাথে পালিয়েছে। এর পর অভিমানে রাতে বাড়িতে ফিরে ঘরের আড়ার সাথে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন রায় বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
২ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৯ দিন ৫৮ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
২৫ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৭ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে