বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে ৫১ তম জাতীয় সমবায় দিবস সাতক্ষীরার তালায় উপজেলা সমবায় অফিসের উদ্দ্যোগে “পালিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী।
বক্তব্য রাখেন, দুগ্ধ উৎপাদনে জাতীয় স্বর্ণ পদক প্রাপ্ত দিবস চন্দ্র ঘোষ, রবিউল ইসলাম, উত্তম সেন বাবুলাল, নাজমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলোয়াত করেন, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ মৌঃ তাওহিদুর রহমান ও গীতা পাঠ করেন খলিলনগর ইউপি সদস্য প্রকাশ দালাল। এসময় আইডিয়াল সঞ্চয় ও ঋণদান সমিতি, তালা কেন্দ্রীয় সমবায় সমিতি, তালা কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি, পাটকেলঘাটা শ্রমজিবী সঞ্চয় ও ঋণদান সমিতি, পাটকেলঘাটা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি, বঙ্গমাতা মহিলা সমিতি সহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সমবায় দিবসের র্যালী উপশরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
২ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৯ দিন ৫৮ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
২৫ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৭ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে