সাতক্ষীরা জেলা কৃষকলীগের কমিটি অসাংবিধানিকভাবে গঠনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মঙ্গলবার বিকাল ৪ টায় পাটকেলঘাটায় পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক ইন্দ্রজিৎ সাধু,খলিশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার দাস,সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম, কুমিরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শংকর কুমার দে, কৃষকলীগ নেতা কার্তিক চন্দ্র সরকার , মাগুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি দেবব্রত প্রমূথ। এসময় বক্তারা বলেন, গত ৫ নভেম্বর, সাতক্ষীরা জেলা কৃষক লীগের সম্মেলনে তৃণমূল কাউন্সিলরদের মতামত কে উপেক্ষা করে কেন্দ্র থেকে অসংগঠনিক ভাবে জেলা কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে ।
কমিটিতে বিশ্বজিৎ সাধু ও মনজুর হোসেনকে বাদ দিয়ে কেন্দ্র থেকে একটি পকেট কমিটি করা হয়।দলের তৃণমূল নেতাকর্মীদের শেষ আশ্রয়স্থল দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন তারা।একই সাথে নবগঠিত জেলা কমিটিকে অবৈধ বলে দাবী করেন। এছাড়া জেলা কমিটি পুনরায় গঠন না করা হলে গনহারে পদত্যাগ সহ কঠোর কর্মসুচি পালন করা হবে বলে হুশিয়ারি দেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে বাজারে গিয়ে শেষ হয়।
২ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৯ দিন ৫৮ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
২৫ দিন ৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৬৭ দিন ৭ ঘন্টা ২৫ মিনিট আগে