পাটকেলঘাটায় ভূমিহীনদের মাঝে মুজিব শতবর্ষের আবাসন প্রকল্পের দুই শতক জমির দলিলসহ ঘর হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার পাটকেলঘাটা থানার ৩ নং সরুলিয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের ভুমিহীনদের জন্য নির্মিত গুচ্ছ গ্রামের ২১ টি বসত ঘর দুই শতক জমির দলিলসহ সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার শেখ আব্দুল হাই এর সভাপতিত্বে ও পরিষদের সচিব প্রবীর হাজারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভিন পাপড়ি প্রমূখ। এসময় প্রধান অতিথি সুবিধাভোগীদের মাঝে ঘরের সাথে একটি করে নারিকেল চারা বিনামুল্যে বিতরন করেন।গুচ্ছ গ্রামটির উদ্বোধন শেষে ২১ জন গৃহহীনদের মাঝে ঘরসহ দুই শতক জমির দলিলপত্র হস্তান্তর করেন।মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মাথা গোজার ঠায় হিসেবে নতুন ঘর পেয়ে উপকার ভোগিরা বেজায় খুশি।
৪ দিন ৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ২ মিনিট আগে
২০ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ৭ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ২২ মিনিট আগে
৩০ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৩২ দিন ৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৫১ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে