নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেসক্লাবের নির্বাচন ১০ ই মার্চ

সাতক্ষীরার পাটকেলঘাটা তথা তালার কর্মরত সাংবাদিকবৃন্দ এক মতে উপনীত হয়ে একই ছাদের নিচে একই ব্যানারে আসতে পেরেছে। এমন খবরে দীর্ঘ দুই যুগ সাংবাদিকতার জীবনে একটু হলেও খুশিতে মনটা ভরে গেছে এমনি আশা কর্মরত সাংবাদিকদের। 



বিগত ২০১০ সালের দিকে গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পাটকেলঘাটা প্রেসক্লাব কমিটি গঠন করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে উক্ত প্রেসক্লাব ২ভাগে বিভক্ত হয়ে পাটকেলঘাটা বাজারে দুটি সাইনবোর্ড টানানো হয়।

প্রসঙ্গত, এলাকায় মোটামুটি পরিচিতি লাভকারী পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহরুল হক গত ইংরেজি তিন ফেব্রুয়ারি এক সাধারণ সভা উপলক্ষে মোট ৪৯জন সাংবাদিককে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করেন। নির্ধারিত ওই সাধারণ সভায় প্রায় ৪৫ জন সাংবাদিক উপস্থিত হন। উক্ত সবাই উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে গত ইংরেজি ১০ ফেব্রুয়ারি ২০২৩ কার্যনির্বাহী কমিটির সভায় উক্ত পাটকেলঘাটা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণাপূর্বক ঐদিনই ক্লিন ইমেজ সম্পূর্ণ স্থানীয় সিনিয়র সাংবাদিক ও শিক্ষক মফিদুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সাংবাদিকদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০মার্চের মধ্যে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম। যাই হোক, এবারও প্রেসক্লাবের নির্বাচন বেশ জোরেশোরেই সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায়ই হবে। কারণ এবার আর কোন লুকোচুরি নয়, দেশের বিভিন্ন গণমাধ্যম এবং বর্তমান সময়ের খুবই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার প্রসারের মাধ্যমে এই কমিটি গঠন প্রক্রিয়া এগিয়ে চলার বিষয়টি আমার দৃষ্টি গোচর হয়েছে। হলে আগামীতে অন্য কেউ ঘরের অন্ধকারে বসে বিতর্কিত কোন প্রেসক্লাবের জন্ম দিতে পারবে না, আর দিলেও তা কখনো বৈধতা পাবে না এটা আমার অভিমত। যাই হোক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নিয়ম অনুযায়ী সদস্য সংগ্রহের কাজ। নির্বাচনমুখী সাংবাদিকদের শুরু হয়ে গেছে সাজ সাজ রব। চলছে জল্পনা কল্পনা এবং লবিং গ্রুপিং।

সর্বোপরি জাতির বিবেকদের নিয়ে অন্যরা যাতে সমালোচনা করতে না পারে সে লক্ষ্যে সকল দলমত এবং বিতর্কের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ সততার সাথে গণতান্ত্রিক পন্থায় একটি বিতর্ক পাটকেলঘাটা প্রেসক্লাবের নতুন কমিটি দেখতে চাই এমনটি আশা করেন কর্মরত সাংবাদিকগন। এই বিষয়ে পাটকেলঘাটা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মফিদুল ইসলাম বলেন ১০/২/২০২৩ তারিখ হতে ২০/২/২০২৩ পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।তিনি বলেন আমরা সুষ্ট নির্বাচন উপহার দেওয়ার জন্য বদ্ধপরিকর।
আরও খবর