বিগত ২০১০ সালের দিকে গণতান্ত্রিক পন্থায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পাটকেলঘাটা প্রেসক্লাব কমিটি গঠন করা হয়। কিন্তু কিছুদিন যেতে না যেতেই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে উক্ত প্রেসক্লাব ২ভাগে বিভক্ত হয়ে পাটকেলঘাটা বাজারে দুটি সাইনবোর্ড টানানো হয়।
প্রসঙ্গত, এলাকায় মোটামুটি পরিচিতি লাভকারী পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহরুল হক গত ইংরেজি তিন ফেব্রুয়ারি এক সাধারণ সভা উপলক্ষে মোট ৪৯জন সাংবাদিককে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করেন। নির্ধারিত ওই সাধারণ সভায় প্রায় ৪৫ জন সাংবাদিক উপস্থিত হন। উক্ত সবাই উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে গত ইংরেজি ১০ ফেব্রুয়ারি ২০২৩ কার্যনির্বাহী কমিটির সভায় উক্ত পাটকেলঘাটা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত ঘোষণাপূর্বক ঐদিনই ক্লিন ইমেজ সম্পূর্ণ স্থানীয় সিনিয়র সাংবাদিক ও শিক্ষক মফিদুল ইসলামকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সাংবাদিকদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০মার্চের মধ্যে প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। যেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম। যাই হোক, এবারও প্রেসক্লাবের নির্বাচন বেশ জোরেশোরেই সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায়ই হবে। কারণ এবার আর কোন লুকোচুরি নয়, দেশের বিভিন্ন গণমাধ্যম এবং বর্তমান সময়ের খুবই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার প্রসারের মাধ্যমে এই কমিটি গঠন প্রক্রিয়া এগিয়ে চলার বিষয়টি আমার দৃষ্টি গোচর হয়েছে। হলে আগামীতে অন্য কেউ ঘরের অন্ধকারে বসে বিতর্কিত কোন প্রেসক্লাবের জন্ম দিতে পারবে না, আর দিলেও তা কখনো বৈধতা পাবে না এটা আমার অভিমত। যাই হোক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নিয়ম অনুযায়ী সদস্য সংগ্রহের কাজ। নির্বাচনমুখী সাংবাদিকদের শুরু হয়ে গেছে সাজ সাজ রব। চলছে জল্পনা কল্পনা এবং লবিং গ্রুপিং।
সর্বোপরি জাতির বিবেকদের নিয়ে অন্যরা যাতে সমালোচনা করতে না পারে সে লক্ষ্যে সকল দলমত এবং বিতর্কের ঊর্ধ্বে থেকে সম্পূর্ণ সততার সাথে গণতান্ত্রিক পন্থায় একটি বিতর্ক পাটকেলঘাটা প্রেসক্লাবের নতুন কমিটি দেখতে চাই এমনটি আশা করেন কর্মরত সাংবাদিকগন। এই বিষয়ে পাটকেলঘাটা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মফিদুল ইসলাম বলেন ১০/২/২০২৩ তারিখ হতে ২০/২/২০২৩ পর্যন্ত সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।তিনি বলেন আমরা সুষ্ট নির্বাচন উপহার দেওয়ার জন্য বদ্ধপরিকর।