সাতক্ষীরার পাটকেলঘাটায় উন্নয়নের দাবিতে মানববন্ধন বন্ধের অতিরিক্ত পুলিশ মোতায়েন
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা উন্নয়ন নাগরিক কমিটির প্রতিবাদ সমাবেশে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েত সহ ১০৭ ধারা জারী করেছে প্রশাসন। রবিবার সকালে পাটকেলঘাটায় তালা সহাকারী ভুমি কমিশনারের উপস্থিতিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ দিকে সমাবেশ বন্ধ হওয়ার কারনে তালা উপজেলা আ"লীগ ও যুবলীগের শীর্ষ নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হয়নি পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা কাঞ্চন রায়।
।তালা উপজেলা আ"লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, ওয়ার্কাস পাটির বর্তমান সংসদ সদস্য অদক্ষ অযোগ্য কারনে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত পাটকেলঘাটায় এক শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করার কথা ছিল।কিন্তু হঠাৎ করে প্রশাসনের পক্ষ থেকে জরুরী অবস্তা জারী করা হয়েছে এটি প্রশাসনের কাছে আমাদের কাম্য নয় ।
তিনি আরো বলেন, তালা কলারোয়ার-১ আসনের নৌকা মনোনিত ওর্য়ার্কাস পাটির সংসদ সদস্য মুস্তফা লুৎল্লাহ দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারনে তালায় দৃশ্যমান কোন উন্নয়ন দেখা যায়নি । তিনি ক্ষমতায় আসার পর তালার আ"লীগকে বিভক্তি করে তার সার্থ হাসিলের চেষ্টা করে যাচ্ছেন। তার কারনে আজ আমার নৌকার ভোট চাইতে গেলেও সাধারন ভোটার রা মুখ ফিরিয়ে নিচ্ছেন ।
তিনি আরও বলেন,উন্নয়নের জন্য দাবী করার অধিকার জনগনের রয়েছে । কি কারনে প্রশাসনে পক্ষ থেকে সমাবেশ বন্ধ করা হলো সেটি আমার জানা নেই। তবে জনগনের দাবী আদায়ের জন্য শান্তিপূর্ন সমাবেশ করতে দেওয়া উচিত বলে আমি মনে করি।
পাটকেলঘাটা উন্নয়ন নাগরিক কমিটির আহবায়ক মাগফুর রহমান ঝান্টু বলেন, ওর্য়ার্কাস পাটির সংসদ সংদস্য মুস্তফা লুৎল্লাহ গত ১০বছরে পাটকেলঘাটায় উন্নয়ন করতে ব্যার্থ হয়েছে। সে কারনে আজ প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছিল । কিন্তু পুলিশি বাঁধার কারনে সেটি বাতিল করা হয়েছে ।সকালে থানা পুলিশ এসে আমাদের জানায়, সমাবেশ করতে গেলে জেলা পুলিশ সুপারের অনুমতি নিতে হবে । এ বিষয়ে তালা সহকারী ভুমি কমিশনার রুহল কুদ্দুস জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ১০৭ধারা মতে সামাবেশে বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছিল।তিনি আরো জানান, সরকারের এখন শেষ সময়ে একই দলের লোক প্রতিবাদ সমাবেশ ডাকবে সেটি আমাদের কাম্য নয়। তাদের কোন দাবী দাবা থাকলে আমাদের মাধ্যমে জানালে আমারা চেষ্টা করব সেটি নিরশনের জন্য ।
২ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৯ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে
২৫ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬৭ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে