লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত মাগুরায় গার্মেন্টস মালিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট, হুমকির মুখে গার্মেন্টস প্রতিষ্ঠান টাঙ্গাইলের মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী সভায় বক্তব্য দেন জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠিত মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী করছেন বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট মোহাম্মদ আলী পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন সেনবাগ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনৈতিকভাবে লিজের অভিযোগ রেলওয়ে কতৃপক্ষের বিরুদ্ধে যারা গুপ্ত রাজনীতি করে তাদের জন্য শুভকামনা নেই, ছাত্রদল সভাপতি আক্কেলপুর মেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা গুডিয়ে দিল উপজেলা প্রশাসন. লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্যাংক বন্ধ হবে না, ঘুরে দাঁড়াতে না পারলে একীভূতকরণ: গভর্নর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি, উত্তেজনা জনগণের নিরাপত্তায় আইনশৃঙ্খলাবাহিনী নির্ঘুম থেকে কাজ করছে’

সৌর বিদ্যুৎ কেন্দ্রর ৬’শ একর জমি অধিগ্রহণ বন্ধের দাবি

বরগুনার তালতলীর বরবগী ইউনিয়নের ৫টি গ্রামে মিলেয়ে ৬’শ একর জমিতে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের হয়ে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে জমি বিক্রির জন্য মালিকদের ওপর চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে। তিন ফসলি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (১৭ মে) বেলা ১১ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের আগাঠাকুর পাড়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ঐ এলাকার প্রায় কয়েক হাজার নারী-পুরুষ আংশগ্রহন করেন। এ সময় এলাকাবাসীল পক্ষে বক্তব্য রাখেন,তালতলী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া আলম মুন্সী,কৃষক নেতা শাহজাহান টুকু ও শাহীন আলম প্রমুখ।

এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রকল্পের জন্য প্রাথমিকভাবে যে জমি নির্বাচন করা হয়েছে। সেগুলো সবই তিন ফসলি। এই ফসলি জমি অধিগ্রহন করে প্রকল্প স্থাপন করলে কৃষির ওপর নির্ভরশীল শিকারীপাড়া,আগাঠাকুর পাড়াসহ ৫টি গ্রামের কয়েক হাজারেরও বেশি মানুষ কর্মহীন হয়ে পড়বেন। গ্রামের অধিকাংশ মানুষ কৃষক হওয়ায় অন্য কোথাও চাকরির সুযোগও নেই। এ জন্য তিন ফসলি কৃষি জমি তারা হারাতে চায় না। প্রধানমন্ত্রী কাছে এলাকাবাসীর দাবি তাদের কৃষি জমি যাতে নষ্ট করা না হয়।

এই সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবিত ৬০০ একর এর ভেতরে ৫৫ শতাংশই তিন ফসলি কৃষিজমি। এ ছাড়া ২৫ শতাং শ বসতভিটা ও বাকি ২০ শতাংশ বাগান ও অন্যান্য স্থাপনা। মাঠের জমিতে সব ধরনের ধান, পাট, গম, আলু, ভুট্টা, বাদাম,ডাল ও বিভিন্ন ধরনের শীতকালীন ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষ করা হয়। গ্রামের প্রায় শতভাগ বাসিন্দা প্রত্যক্ষভাবে কৃষির ওপর নির্ভর করে জীবন-জীবিকার স্বপ্ন দেখেন। ভূমিহীনরা অন্যের কৃষিজমি বর্গা নিয়ে চাষাবাদ করে সংসার চালান। এই জমি অধিগ্রহণ করা হলে সাধারণ মানুষসহ কৃষক পরিবারগুলো অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। যাতে  তিন ফসলি জমি অধিগ্রহন না করা হয় সে জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয়দের অভিযোগ এই কম্পানীকে জমি অধিগ্রহন করে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ৬’শ একর জমি দখল নিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু প্রভাবশালী লোকজন। কৃষি জমিতে এই প্রকল্প বাস্তবায়ন হলে আগাঠাকুর পাড়া ও শিকারীপাড়া গ্রামের কৃষি জমি বলে কিছুই থাকবে না। 

তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ঐ এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য প্রাথমিকভাবে জমি নির্ধারণ করা হয়েছিলো। সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সংশিষ্টদের সাথে স্থানীদের একটি বৈঠক হয়েছে। সেখানে স্থানীয়দের দাবি তিন ফসলি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন যাতে না করা হয়। স্থানীয়দের দাবির  বিষয়টি সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠান আমলে নিবেন আশাকরি।

Tag
আরও খবর