বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলো ইউএনও।
বুধবার(২৯মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নের দুর্গত মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে ইউএনও সিফাত আনোয়ার তুমপা। এ সময় সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম ও উপজেলা মৎস্য অফিসার ভিক্টর বাইন প্রমূখ ।
জানা যায় উপজেলার ৭টি ইউনিয়নে অনেক ঘরবাড়ি ঘূর্ণিঝড় রিমালের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের শুরু থেকেই বিভিন্ন আশ্রয়ন কেন্দ্রে গিয়ে শুকনো খাবার ও পানি বিশুদ্ধ করণ টেবলেট বিতরণ করে উপজেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রিমাল শেষে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট,নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া ও নলবুনিয়,ছোটবগী ইউনিয়নের মৌপাড়া ও পঁচাকোড়ালিয়া ইউনিয়নের জয়ালভাঙা এলাকায়সহ ৭টি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্থ ও দূর্গত ৬ শতাধিক পরিবারের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু ১ কেজি,সয়াবিন তেল ১ কেজি ও লবন ১ কেজি। এছাড়াও শিশু খাদ্য ৩’শ ও গো’খাদ্য রয়েছে ৩’শ।
উপজেলা নিবার্হী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, আমি নিজে থেকে ৭টি ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। যারাই ক্ষতিগ্রস্ত ও দুর্গত রয়েছে কেবলমাত্র তাড়াই যেনো খাদ্য সামগ্রী পায়। তিনি আরও বলেন,এখনো অনেক মানুষ পানিবন্দি রয়েছে। তাদেরও সকল ধরণের সহযোগিতা করা হচ্ছে।
৬০ দিন ২০ মিনিট আগে
১০১ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১০৯ দিন ২৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১৬ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে
১৩২ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
১৩৪ দিন ২০ ঘন্টা ৩ মিনিট আগে
১৩৯ দিন ২৯ মিনিট আগে
১৪৭ দিন ১৫ মিনিট আগে