বরগুনার তালতলীতে সরকারী ত্রাণ ও পাট মেলায় কাজ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক জাকির হোসেন মাসুদ (৪২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে তালতলী থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেন ভুক্তভোগী ওয়ারেজ তালুকদার। এর আগে প্রতারণার শিকার একাধিক ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পরে প্রতারক জাকির হোসেন মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। গ্রেফতার জাকির হোসেন মাসুদ নারায়ণগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আগামী ২৯ জুলাই থেকে ৭ দিন ব্যাপী তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরকারিভাবে পাট মেলার আয়োজন হবে এমন প্রলোভন দেখিয়ে তালতলীর হোটেল ব্যবসায়ী ওয়ারেজ তালুকদারকে মেলা মাঠে কাঁদা থাকায় ইট বিছানোর কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ হাজার ৫শ' টাকা হাতিয়ে নেয় জাকির হোসেন মাসুদ। এদিকে ডেকারেটর ব্যবসায়ী রাহাত মৃধাকে সেলাই মেশিন দেওয়ার কথা বলে ১ হাজার ৫শ' টাকা নেয়। এছাড়াও উপজেলা শহরের একাধিক ডেকারেটর,হোটেল ব্যবসায়ীদের খাবার অর্ডার,সরকারি ত্রাণ ও মঞ্চ তৈরি করাসহ বিভিন্ন ধরনের কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিলেন। পরে বিষয়টি ব্যবসায়ীদের সন্দেহ হলে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সিফাত আনোয়ার তুমপাকে জানালে প্রতারক জাকির হোসেন মাসুদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করলে বৃহস্পতিবার রাতে ভুক্তভোগি ওয়ারেজ তালুকদার বাদি হয়ে থানায় প্রতারণা করার দায়ে একটি মামলা করেন। পরে প্রতারক জাকিরকে গ্রেফতার দেখানো হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রণজিৎ কুমার সরকার বলেন, প্রতারণা মামলায় গ্রেপ্তার জাকির হোসেন মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এই প্রতারখ জাকিরের বিরুদ্ধে পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে একইভাবে প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।