টেকনাফে রব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৮০হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো এক মাদক কারবারীকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়,গত ২৬জুন বিকাল পৌনে ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মহেশখালীয়া পাড়া মেরিন ড্রাইভ ঘাট এলাকায় অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে ধাওয়া করে উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পের ব্লক/এইচ/২৪ এর এফসিএন নং-১০৪৭৮৬ এর বাসিন্দা মৃত সোলতান আহমদের পুত্র মোঃ অছি উল্লাহ (৩৭) এবং সাবরাং ডেগিল্লার বিলের মোঃ হাকিম আলীর পুত্র মোঃ ছব্বির আহম্মদ (৩৯) কে একটি শপিং ব্যাগসহ গ্রেফতার করতে সক্ষম হলেও আরো এক সহযোগী পালিয়ে যায়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৮০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
৫ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে
১৯ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে
৩৯ দিন ৪ ঘন্টা ২৩ মিনিট আগে
৫২ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭৮ দিন ১৪ ঘন্টা ১৩ মিনিট আগে
৯৬ দিন ১৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৯৬ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে