কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা প্রায় দেড় লাখ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের বুচিদং জেলার মংডু থানার আশিক্কা পাড়ার সব্বির আহম্মদের ছেলে হারুন আমিন (১৯), ফেরাংপ্রু এলাকার আলী আকবরের ছেলে আসমত উল্লাহ (১৮) ও টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকার নুর আলমের ছেলে সালামত উল্লাহ (২৪)।
র্যাব জানায়, আটকদের মধ্যে হারুন আমিন ও আসমত উল্লাহ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা মিয়ানমার থেকে ইয়াবা এনে বিভিন্ন মাদক কারবারির কাছে বিক্রি করতেন।
আরও পড়ুন: ঝিনাইদহে ১০ পিস সোনার বারসহ পাচারকারী আটক
আবু সালাম চৌধুরী বলেন, ‘রোববার ভোরে বরইতলী এলাকায় সালামত উল্লাহর বাড়িতে মিয়ানমার থেকে আসা মাদকের একটি চালান মজুদের খবর পাওয়া যায়। পরে সেই বাড়িতে র্যাবের একটি দল অভিযান চালায়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ৪-৫ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করা হয়। পরে সালামত উল্লাহর ঘরে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।’
আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে
৫ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১৯ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৯ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৫২ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭৮ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৯৬ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৯৬ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে