টেকনাফে আবারো ভেসে আসা স্থানীয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। লাশটি টেকনাফের দমদমিয়া আলোর পাঠশালা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ্ববর্তী এলাকার মৃত নুরুল ইসলামর ছেলে মোঃ ইউনুসের (৩৩)। ভাসমান অবস্থায় পরিবার তার পরিচয় শনাক্ত করে।
১৪ জুলাই (শনিবার) সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফের দমদমিয়া সংলগ্ন নাফনদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে দপুর ১টার সময় আরো একজনের মরদেহ ভেসে আসে। যার পরিশয় শনাক্ত করা সম্ভব হয়নি।
টেকনাফ নৌ পুলিশের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, দুপুরের এবং সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া কেয়ারী ঘাটের নাফ নদীর উত্তর-দক্ষিণে ভাসমান অবস্থায়
স্থানীয় এক ব্যক্তিসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়। দুইজনের পড়নে কালো হাফ পেন্ট ও গেঞ্জি-লু্ঙ্গি রয়েছে।
তিনি বলেন, লাশ দুটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুইটি মরদেহপর একজনের পরিচায় শনাক্ত হয়নি। শনাক্ত হওয়া লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।
৫ দিন ৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৯ দিন ১১ ঘন্টা ৩২ মিনিট আগে
৩৯ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫২ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে
৭৮ দিন ১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৯৬ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯৬ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে