মিয়ানমার থেকে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকাডুবির ঘটনায় আরও ৫ রোহিঙ্গা নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত ৩ দিনে ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হলো। যার মধ্যে ১৫ জন নারী, ১৬ শিশু ও ৫ জন পুরুষ রয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।
এর মধ্যে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ নাফ নদীর জেটিঘাট এলাকা থেকে ১ জন নারী, ১ জন শিশু ও ২ জন পুরুষসহ ৪টি এবং শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া সমুদ্রসৈকত থেকে ১ জন বয়স্ক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী।
তিনি বলেন, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মরদেহ উদ্ধারের বিষয়টি জেনেছেন। পরে জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহগুলো স্ব স্ব এলাকায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে নৌকা যোগে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছে। এর মধ্যে মঙ্গলবার নৌকা ডুবির ঘটনা ঘটে। এর পর থেকে একের পর এক মরদেহ ভেসে আসছে। তবে কয়টি নৌকা ডুবে গেছে, কত জন রোহিঙ্গা ছিল তার কোনো তথ্য পাওয়া যায়নি।
৫ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৯ দিন ১১ ঘন্টা ২২ মিনিট আগে
৩৯ দিন ৪ ঘন্টা ৩০ মিনিট আগে
৫২ দিন ৯ ঘন্টা ০ মিনিট আগে
৭৮ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে
৯৬ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৯৬ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে