টেকনাফ পৌর শহরের দেয়ালে দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে পৌর শহরের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি শুরু হয়। এতে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শহর ঘুরে দেখা গেছে, পৌর শহরের ঈদগাহ মাঠের দেয়ালে শিক্ষার্থীরা রং তুলির মাধ্যমে আন্দোলনের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তুলছেন। পাশাপাশি দেশকে নতুন করে সাজানোর স্লোগানও লেখা হয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, দেয়ালে যেই ভাষা ফুটে উঠেছে, সেটা প্রতিবাদের ভাষা। যে ভাই ও বোনেরা রক্ত দিয়েছে তাদের স্মরণে এই কর্মসূচি। পাশাপাশি সুন্দর, সাম্য, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ার প্রাথমিক ধাপ এই কর্মসূচির অংশ।
সুমাইয়া শামীম নামে এক ছাত্রী বলেন, ‘এ দেয়ালগুলো দীর্ঘদিন পরিষ্কার না করার কারণে সৌন্দর্যহানি ঘটেছে। আমরা পরিষ্কার করে রঙ-তুলির মাধ্যমে নানা চিত্রকর্ম তুলে ধরছি। জাতীয় পতাকা, মানচিত্রের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের নাম-ছবি তুলে ধরছি।’
৫ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৯ দিন ১১ ঘন্টা ২৭ মিনিট আগে
৩৯ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫২ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে
৭৮ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে
৯৬ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৯৬ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে