কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে অভিযান পরিচালনা করে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস ও বিদেশি মদসহ সাত পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের অদূরবর্তী সাগর থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটকরা সবাই বাংলাদেশি নাগরিক বলে কোস্টগার্ড পক্ষ থেকে জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির বলেন, টেকনাফের সেন্টমার্টিনে ছেঁড়াদ্বীপ সংলগ্ন অদূরবর্তী সাগরে মিয়ানমার দিক থেকে আসা একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হয় কোস্টগার্ড সদস্যদের। এ সময় তারা নৌকার চালককে থামার জন্য নির্দেশ দেন। কিন্তু পাচারকারীরা নৌকা না থামিয়ে দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি জব্দ করে। এ সময় নৌকায় তল্লাশি করে ২ কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার এবং সাত পাচারকারীকে আটক করা হয়।
তিনি বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।
৫ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৮ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১৯ দিন ১১ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৯ দিন ৪ ঘন্টা ২৫ মিনিট আগে
৫২ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৭৮ দিন ১৪ ঘন্টা ১৫ মিনিট আগে
৯৬ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৯৬ দিন ১৪ ঘন্টা ৪৩ মিনিট আগে