দেশের বিভিন্ন জেলায় বন্যার্ত মানুষের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফে ত্রাণের জন্য নগদ টাকা সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তারা সীমান্ত উপেজলা টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৩ লাখ ৯৪ হাজার ৫৮২ টাকা সংগ্রহ করেছে। এসব টাকা অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান হিসেবে প্রদান করা হবে বলে জানিয়েছেন তারা।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের পাশাপাশি সরকারী ডিগ্রী কলেজের পক্ষ থেকে বৃষ্টির মধ্যে ছাতা হাতে নিয়ে টেকনাফ ঝর্ণা চত্বরের মোড়ে চেয়ার-টেবিলসহ বুথ তৈরি করে ত্রাণের টাকা সংগ্রহ করা হচ্ছে।
টেকনাফ বাসস্টেশন বায়তুল করম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মলনে স্থানীয় সমন্বয়ক কলেজ ছাত্র বাহা উদ্দিন বলেন, ‘বন্যার্তদের জন্য আমরা ত্রাণ তহবিল গঠন করে সকল শ্রেণীর মানুষের ধারে ধারে যায়। এখানে ভিক্ষুক থেকে শুরু করে সকল মানুষ, দেশ-বিদেশে থাকা প্রবাসী ভাইয়েরাও সাহায্য দিয়েছে। আমরা একদিনে প্রায় ৪ লাখের কাছাকাছি নগদ অর্থ সংগ্রহ করেছি। এই টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে কালকে ব্যাংকে জমা করা হবে।’ এসময় আরও উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোরশেদ আলম, রুবায়েদ, আব্দুর রহমান, মো. তামিমসহ আরও অনেকে।
১ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৩২ দিন ৪৮ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৭১ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮৯ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
৮৯ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
৯১ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে