টেকনাফের হ্নীলায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন নয়াপাড়ায় র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২৩হাজার ইয়াবা বোঝাই কাভার্ডভ্যানসহ টাঙ্গাইলের মাদক কারবারী চালক-হেলপারকে গ্রেফতার করেছে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম চৌধুরী জানান,২৭আগষ্ট দুপুর দেড়টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে,১টি কাভার্ডভ্যানে করে কতিপয় মাদক কারবারী ইয়াবা টেকনাফ থেকে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়ার সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউপির নয়াপাড়াস্থ এনএফ অটো এলপিজি ফিলিং স্টেশনের উত্তর পাশে টেকনাফ-কক্সবাজারগামী সড়কে কৌশলী অবস্থান নেয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে ২জন মাদক কারবারী দ্রুত পালায়নের চেষ্টার এক পর্যায়ে তাদের ধাওয়া করে টাঙ্গাইল জেলার মধুপুর থানার গোলাবাড়ি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মোঃ শহর উদ্দিনের পুত্র মোঃ সুমন মিয়া (২৫) এবং একই জেলার গোপালপুর থানার গোলপেছা এলাকার মোঃ গোলাম মোস্তফার পুত্র মোঃ রুবেল মিয়া (২৩) কে আটক করা হয়। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী করে তাদের পরিচালিত কাভার্ডভ্যান (যার রেজিঃ নং-ঢাকামেট্রো-ট-১৫-২৭৮১) এর কেবিনে লাল-কালো রংয়ের কাপড়ের ব্যাগের ভিতর থেকে মোট ২৩হাজার পিস ইয়াবা উদ্ধার ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয় জিজ্ঞাসাবাদে জানায়,নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবৎ তারা পরস্পর যোগসাজসে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত ছিল। টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে চিহ্নিত কিছু মুখোশধারী মাদক কারবারী হতে মাদকের চালান সংগ্রহ করত। পরে প্রশাসনের চোখ ফাঁকি দিতে ক্রয়কৃত মাদক কাভার্ডভ্যানে বিভিন্ন কৌশলী পন্থায় লুকিয়ে তাদের গন্তব্যে নিয়ে যেতো। আজ উদ্ধারকৃত ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
মিডিয়া কর্মকর্তা আরো জানান,উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
১ দিন ৫ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে
৩২ দিন ৪৮ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৭১ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৮৯ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে
৮৯ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
৯১ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে