হ্নীলা ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক পরামর্শ সভা অর্থাৎ কনসাল্টিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। এতে দূর্যোগকালীন বিপদান্ন মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিশেষ ফান্ড গঠনের উপর গুরুত্বারোপ করা হয়।
৯সেপ্টেম্বর সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন পরিষদ হলরোমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জাপান ও বিশ্ব খাদ্য কর্মসূচী প্রকল্পের সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি, শেল্টার ম্যানেজমেন্ট কমিটি ও সিপিপির আরো কার্যকারিতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পরামর্শ সভা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সুশীলনের সাবরাং ইউনিয়ন ফিল্ড ফেসিলিটেটর মোঃ তারিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুশীলনের উপজেলা প্রোগ্রাম অফিসার গৌরাঙ্গ ঘোষ, সিপিপির উপজেলা টিম লিডার কায়সার উদ্দিন আহমদ।
উক্ত পরামর্শ সভায় উপস্থিত হয়ে দূর্যোগকালীন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন হ্নীলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান (১) আবুল হোছন মেম্বার, প্যানেল চেয়ারম্যান (২) রেজাউল করিম মেম্বার, ১নং ওয়ার্ড মেম্বার বশির আহমদ, ২নং ওয়ার্ড মেম্বার মোঃ বেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা মেম্বার (১,২,৪) ওয়ার্ড রাহামা আক্তার, ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছাইন, ৮নং ওয়ার্ড মেম্বার নুরুল হুদা, মাষ্টার খলিলুর রহমান, ক্বারী মৌলানা ফরিদুল আলমসহ বিভিন্ন ক্যাটাগরীর প্রতিনিধিগণ। বক্তারা দূর্যোগকালীন সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। স্বেচ্ছাসেবকদের কাজকে আরো ত্বরান্বিত করার জন্য ইকুইপমেন্টের উপর গুরুত্বারোপ করা হয়। উক্ত পরামর্শ সভায় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হ্নীলা ইউনিয়ন সুশীলনের ফিল্ড ফেসিলিটেটর লুনা চাকমা।
এতে বক্তারা দূর্যোগকালীন মানুষের খাবার ও চিকিৎসা সহায়তা বাড়ানো, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মাণ এবং দূর্যোগ পরবর্তী গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পূর্ণবাসনের উপর গুরুত্বারোপ করেন। ###
১ দিন ৫ ঘন্টা ৫০ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩২ দিন ৪৭ মিনিট আগে
৪৫ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
৭১ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮৯ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
৮৯ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৯১ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে