০৬ অক্টোবর শুক্রবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
"জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিক অধিকার নিশ্চিত করি"
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিতে উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ, ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: ফজলে রাব্বি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাজী মাহমুদুর রহমান ডাবলু।
আলোচনা সভায় জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। ফলে, জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে ২০২১ সালের ৯ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ৬ অক্টোবরকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার। এছাড়াও, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুসারে ২০৩০ সালের মধ্যে ৮০ ভাগ মানুষকে নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে মর্মে বিস্তারিত আলোচনা হয়।
৯১ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
৩০২ দিন ১০ ঘন্টা ২ মিনিট আগে
৩০৩ দিন ১৮ ঘন্টা ৪০ মিনিট আগে
৩০৯ দিন ৬ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩১৬ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৪০০ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
৪০৮ দিন ৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪১৩ দিন ৯ ঘন্টা ৩২ মিনিট আগে