পঞ্চগড় জেলার বুড়াবুড়ি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পে ২০২৩-২৪ অর্থবছরে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তেতুলিয়া উপজেলা অফিস এই উঠান বৈঠকের আয়োজন করে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মনিকো গুচ্ছ গ্রাম আশ্রয়ণ প্রকল্পে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বর্তমান সরকার অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনাসহ প্রতি ইঞ্চি জমিতে চাষ আবাদ এবং খাদ্য নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কৃষকদের আরও উন্নয়নে করণীয় সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয় এই উঠান বৈঠকে।
এসময় উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সস্প্রসারণ কর্মকর্তা মোঃ জীবন ইসলাম ও উপজেলা কৃষি অফিসের ওই ইউনিয়নের উপ: সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক। বক্তারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদেরকে পারিবারিক পুষ্টি বাগান সৃজনে উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন।
জানা যায়, মনিকো গুচ্ছ গ্রাম আশ্রয়ণ প্রকল্পে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনী মোছাঃ লাভলী আক্তারের পুষ্টি বাগানকে কেন্দ্র করে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠক শেষে পুষ্টি পরিবারের মাঝে পুষ্টি প্লেট, পুষ্টি কার্ড এবং বিভিন্ন সবজির বীজ, ফলজ চারা ও লিফলেট বিতরণ করা হয়।
৮৯ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩০০ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩০১ দিন ১২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩০৭ দিন ৩৫ মিনিট আগে
৩১৪ দিন ১৩ ঘন্টা ৪২ মিনিট আগে
৩৯৮ দিন ২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪০৬ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪১১ দিন ৩ ঘন্টা ২৪ মিনিট আগে