৫ জুন বুধবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় এক শিশু এবং ঐদিনই রাতে উপজেলার ভজনপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়।
নিহতরা হলেন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ওরিফন বেগম (৬০) ও তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সিফাত (৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে তেঁতুলিয়া সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া (তেঁতুলিয়া ডিগ্রি কলেজ) এলাকার আঞ্চলিক সড়কে একটি ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু সিফাত। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। অপরদিকে
রাত ৮ টায় তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার এলাকার পুরাতন সিনেমা হল (লাভলি টকিজ) এর সামনে মহাসড়ক পার হওয়ার সময় ভজনপুর বাজারমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল বৃদ্ধা ওরিফন বেগমকে ধাক্কা দেয়। স্থানীয়দের সহোযোগিতায় পুলিশ ওই বৃদ্ধাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেতুলিয়া হাইওয়ে থানার ওসি জাকির হোসেন খান ও তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৮৯ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
৩০০ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩০১ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩০৭ দিন ৩৮ মিনিট আগে
৩১৪ দিন ১৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৯৮ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
৪০৬ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪১১ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে