কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাসেল চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন।
বুধবার (১২ জুন ) সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম শপথবাক্য পাঠ করান। এ ছাড়াও এ সময় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি নুরে আলম মিনাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ শেষে বিভিন্ন উপজেলার নির্বাচিতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিভাগীয় কমিশনার জনপ্রতিনিধিদের দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহবান জানান। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানরাও তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
পরে সার্কিট হাউজের বাইরে নেতাকর্মী ও সমর্থকদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা।
উল্লেখ্য, গত ২৯ মে উপজেলা পরিষদের নির্বাচনে ৩য় ধাপে উখিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
৪ দিন ৪ ঘন্টা ৬ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ৫১ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ৩ মিনিট আগে
২০ দিন ২ ঘন্টা ১৩ মিনিট আগে
২১ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে