মধুপুরে অসহায় ও হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন রক্তের বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা শরীফ উদ্দিন পাঁচবিবি ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মুছাপুরে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শ্রীমঙ্গলে ঈদ মিছিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফটিকছড়িবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। রায়পুরে শীর্ষ ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে ইফতার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন বাঘায় শিবির সেক্রেটারীকে মেরে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ সুধীজনের সম্মানার্থে ‘শিকড় ঝিনাইগাতী’র ইফতার ও দোয়া মাহফিল জামালপুরে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার ‘পীরগাছা সোসাইটির’ উদ্যোগে দুস্থদের মাঝে গরুর গোশত সহ ঈদ সামগ্রি বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে মোংলায় ঈদ উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ ঈদ নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের যাকাতের টাকা বিতরণ নাগেশ্বরীর হাসনাবাদ ইউপিতে যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শেষ মূহুর্তে ঘর মুখো মানুষের ভীর:দৌলতদিয়া লঞ্চঘাট

শেষমুহূর্তে ঈদের জমজমাট বেচাকেনা উখিয়ার ঈদ বাজারে মেয়েদের পছন্দ পাকিস্তানি থ্রি-পিস

কক্সবাজারের উখিয়ায় রমজানের শেষপর্যায়ে শপিংমলগুলোতে জমে উঠেছে ঈদের বেচাকেনা৷ এবার ঈদ বাজারে মেয়ের পছন্দের মধ্যে শীর্ষে পাকিস্তানি থ্রি পিস৷ সেলাই কিংবা সেলাই ছাড়া দুই ধরনের পোশাকেই আগ্রহের তালিকায় আগানূর, রাওয়াত, তায়াক্কালসহ বিভিন্ন পাকিস্তানি ব্র্যান্ড। আর ছেলেদের কেনাকাটায় পছন্দের তালিকায় পাঞ্জাবি৷


সোমবার (২৪ মার্চ) উখিয়া বাজার, কোটবাজার মরিচ্যা, কুতুপালং, থাইংখালী ও পালংখালী বাজার ঘুরে দেখা গেছে, বেলা বাড়ার সাথে সাথে দোকান গুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়৷


কোটবাজার ক্লাথ ব্যবসায়ী আব্দুল্লাহ আল আজিজ জানান, অন্যান্য বছরের চেয়ে চলতি বছর ঈদের কেনাকাটা পাকিস্তানি থ্রি-পিসের চাহিদা বেশি৷ পাকিস্তানি থ্রি-পিসের মধ্যে রয়েছে কয়েক ধরনের কোয়ালিটি যেমন আগানূর, রাওয়াত, তায়াক্কাল। এগুলোর চাহিদা বেশি মেয়েদের৷


উখিয়া সদরের গার্মেন্টস দোকানদার আলা উদ্দিন জানান, ছেলের টি-শার্ট ও শার্টের তুলনায় মূল আর্কষণ ব্র্যান্ডের পাঞ্জাবি দিকে৷ এবার দাম কিছুটা বেশি হলেও তরুণদের আগ্রহের কমতি নেই। আমার দোকানে জিন্স, শার্ট ও টি-র্শাটের কাস্টমার গতবারের তুলনায় কম৷


কুতুপালং বাজারে ইমরান নামের এক ক্রেতার জানান, কাজের চাপে এতোদিন ঈদ বাজারে আসিনি৷ আজ বাজারে এসে ২টি পাঞ্জাবি ও পায়জামা নিয়েছি৷ গতবছরের চেয়ে এবার পাঞ্জাবির দাম বেশি, তবে প্রিমিয়াম। তাই একসাথে ২টি নিয়ে নিলাম৷



নারী ক্রেতা আদিবার সঙ্গে কথা বললে তিনি জানান, গতবছর শাড়ি নিয়েছিলাম কিন্তু এইবছর পাকিস্তানি থ্রি পিসের ভালো কালেকশন আসছে৷ তাই পাকিস্তানি থ্রি পিস কিনেছি৷ দাম একটু বেশি তবে পছন্দ হওয়ায় কিনে নিয়েছি। শুধু আম্মুর জন্য শাড়ি নিয়েছি৷


কোটবাজার বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি খুরশেদ আলম জানান, উপজেলার বৃহত্তর এই বাজার৷ এখানে উখিয়া উপজেলার পাশাপাশি টেকনাফ ও রামু উপজেলা থেকেও ক্রেতারা আসেন৷ তাঁরা তাদের পছন্দমতো কেনাকাটা করতে পারেন৷ নিরাপত্তা ও যানজট নিরসনের জন্য ৫০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন৷ তাছাড়া থাকা পুলিশ ও সেনাবাহিনী র‍্যাব নিয়মিত বাজার টহল দিচ্ছেন৷


উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে৷ এখানে কোনো দুষ্কৃতকারী আশ্রয়-প্রশ্রয় পাবে না৷ নির্দ্বিধায় ক্রয় এবং ব্যবসায়ীরা বিক্রয় করতে পারবেন৷


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী জানান, ইতিমধ্যে সিসি টিভির আওতায় বাজার গুলো মনিটরিং করা হচ্ছে৷ তাছাড়া প্রতিটি দোকান সিসি টিভি আছে৷ তাছাড়া গ্রাম পুলিশ, আনসার, পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের একাধিক টিম ঈদ বাজারে টহলা দেওয়া হচ্ছে৷

Tag
আরও খবর