রোহিঙ্গা প্রত্যাবাসনের দরজাটি তালাবদ্ধ, কমে আসছে সাহায্যের পরিমাণ। ক্যাম্পে বেড়েই চলেছে অপরাধ। আর এই সংকট সমাধানের পথও অজানা, অচেনা।
বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩ আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১২ লাখ। এর মধ্যে আট লাখ এসেছে ২০১৭ সালের ২৫ আগস্টের পরের কয়েক মাসে। প্রায় সাত বছরেও একজন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।
নির্যাতনের দোহাই দিয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গারা এখন অপরাধের সাম্রজ্য গড়েছে ক্যাম্প জুড়ে। আগুন সন্ত্রাস, খুন, অপহরণ, মাদক, আধিপত্য বিস্তার নিয়ে গ্রুপে গ্রুপে বিবাদে অতিষ্ঠ সাধারণ রোহিঙ্গারাও।
র্যাব বলছেন, বিভিন্ন সময়ে রোহিঙ্গা সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি -আরসা’র সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদ, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউনুস, গান কমান্ডার রহিমুল্লাহ প্রকাশ মুছা, অর্থ সমন্বয়ক মোহাম্মদ এরশাদ প্রকাশ নোমান চৌধুরী ও আবু তৈয়ব/ কিলার গ্রুপের প্রধান নূর কামাল প্রকাশ সমিউদ্দিন, ইন্টেলিজেন্স সেল এর কমান্ডার ওসমান গনি কে গ্রেফতার হয়।
এছাড়াও লজিস্টিক শাখার প্রধান, গান গ্রুপের প্রধান, প্রধান সমন্বয়ক, অর্থ শাখার প্রধান, আরসা প্রধান নেতা আতাউল্লাহর দেহরক্ষী আকিজ এবং মৌলভী অলি আকিজ’সহ সর্বমোট ১১৭ জন আরসা সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব।
তাদের নিকট থেকে ৫৩.৭১ কেজি বিস্ফোরক, ০৫টি গ্রেনেড, ০৩টি রাইফেল গ্রেনেড, ১০টি দেশীয় তৈরী হ্যান্ড গ্রেনেড, ১৪টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ৫৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৭৮ রাউন্ড গুলি/কার্তুজ, ৬৭ রাউন্ড খালি খোসা, ০৪টি আইডি ও ৪৮টি ককটেল উদ্ধার করা হয়।
মানবিক সেবা সংস্থার প্রতিনিধিরা বলছেন, ৩২ ক্যাম্প নরকে পরিণত হয়েছে।
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো জরুরী হলেও শরণার্থী বিষয় কমিশনার প্রত্যাবাসনের কোন সুখবর দিতে পারছেন না। তিনি বলছেন, রোহিঙ্গাদের প্রতি দরদ উঠে যাচ্ছে দাতা গোষ্ঠীর। তাতে পরিস্থিতি আরো জটিল হতে দেখছেন তিনি।
একদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা ক্ষীণ, দাতা গোষ্ঠির অনুদানে ভাটা অন্যদিকে রোহিঙ্গাদের অপরাধ প্রবণতা বৃদ্ধিতে সামনের দিনগুলো ঘোর অমানিষা দেখছেন সচেতন মহল।
উল্লেখ্য, ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে রোহিঙ্গা আসা শুরু হয়। এরপর থেকে কারণে-অকারণে দলে দলে অনুপ্রবেশ করে রোহিঙ্গারা। সর্বশেষ ২০১৬ সালের ৯ অক্টোবর ও ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ভয়াবহ আগমন ঘটে। নতুন-পুরাতন মিলিয়ে ৩৩ টি ক্যাম্পে বসবাস করছেন ১২ লাখেরও বেশি রোহিঙ্গা।
৪ দিন ৪ ঘন্টা ৮ মিনিট আগে
৮ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে
১২ দিন ৭ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৪ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
২০ দিন ২ ঘন্টা ১৫ মিনিট আগে
২১ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে