আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে মোট প্রার্থী ৫ জন।
প্রার্থীরা হলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ কামাল চৌধুরীর পুত্র সাদমান জামি চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য হুমায়ুন কবির চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাকটর, উখিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মকবুল হোসাইন মিথুন, উখিয়া সদরের ব্যবসায়ী আব্দুল মালেক চৌধুরী।
৫ প্রার্থীর মধ্যে ১১ জুলাই প্রতীক বরাদ্দের দিন প্রতীক পেয়েছেন ৪ প্রার্থী। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদমান জামি চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে হুমায়ুন কবির চৌধুরীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন জেলা নির্বাচন অফিসার। পরবর্তীতে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়ে প্রতীক বরাদ্দ পান হুমায়ুন কবির চৌধুরী।
প্রার্থীদের মধ্যে সাদমান জামি চৌধুরী চমশা প্রতীক, হুমায়ুন কবির চৌধুরী আনারস প্রতীক, ফরিদুল আলম কন্ট্রাকটর মোটরসাইকেল প্রতীক, মকবুল হোসাইন মিথুন ঘোড়া প্রতীক, আব্দুল মালেক চৌধুরী টেলিফোন প্রতীক পেয়েছেন।
প্রতীক পাওয়ার পর থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। তবে টেলিফোন প্রতীকের আব্দুল মালেক চৌধুরীর তেমন কোন প্রচারণা লক্ষ করা যায় নি। সম্পর্কে তিনি আনারস প্রতীকের হুমায়ুন কবির চৌধুরীর চাচা। অপর দুই প্রার্থী ফরিদুল আলম কন্ট্রাকটর ও মকবুল হোসাইন মিথুন আপন চাচাতো ভাই।
নির্বাচনে অনেক প্রার্থী থাকলেও রাজাপালং এ সবসময় ক্ষমতার লড়াই চলে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম নুরুল ইসলাম চৌধুরী প্রকাশ ঠান্ডা মিয়ার পরিবার ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর পরিবারের মধ্যে। প্রার্থীদের মধ্যে হুমায়ুন কবির চৌধুরী মরহুম নুরুল ইসলাম চৌধুরীর সন্তান এবং সাদমান জামি চৌধুরী শাহজাহান চৌধুরীর ভাতিজা।
তবে অতীতের সকল ইতিহাস ভেঙে দিয়ে দুই পরিবারের বাইরের কেউ চেয়ারে বসতে পারবে কি না, তা দেখতে অপেক্ষা করতে হবে ২৭ জুলাই অর্থাৎ নির্বাচনের দিন পর্যন্ত।
উল্লেখ্য রাজাপালং ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করলে ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।
১ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে