ছাত্র-জনতার বিক্ষোভে শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি এখনো থমথমে। ঢাকাসহ সারা দেশেই বিভিন্ন থানায় হামলার আতঙ্ক বিরাজ করছে পুলিশের মধ্যে।
এমন পরিস্থিতিতে বুধবার (৭ আগস্ট) উখিয়া-কোটবাজারে বিভিন্ন সরকারি,বেসরকারি প্রতিষ্ঠানসহ অন্যন্য অফিস খোলা দেখা গেলেও সড়কে দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশকে।
পুলিশ না থাকলেও সড়কের শৃঙ্খলা ফেরাতে কোটবাজারের মোড়ে মোড়ে দেখা গেছে শিক্ষার্থীদের। তারা কোটবাজারের সোনারপাড়া ও ভালুকিয়া সড়কের মোড়, মসজিদ রোড়ের মোড়সহ যানযট সৃষ্টি হয় এমন পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে সড়কের গাড়ি নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
আবার অনেকে শিক্ষার্থীরা সড়কে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করতেও দেখা গেছে।
অন্যদিকে হ্যান্ডমাইকে এক শিক্ষার্থী বলতে শুনা যাচ্ছে সড়কে সারিবদ্ধ হয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করুন, যারা ট্রাফিকের দায়িত্বে আছেন আপনারা যানযট সৃষ্টি না হয় সে দিকে লক্ষ রাখুন। সাধারণ মানুষকে নিরাপদে অবস্থান করতে আহবান করুন।
ময়লা পরিষ্কার করা এক শিক্ষার্থী জানান, আমরা আমাদের দেশ স্বাধীন করে ফেলেছি। এখন এটা গোছানোর পালা। যেহেতু এখনো কোনো পুর্ণসরকার গঠন হয়নি,
ট্রাফিকের দায়িত্ব পালন করা শিক্ষার্থী রাফি জানায়, এই মুহূর্তে পুলিশ বা ট্রাফিক পুলিশও নেই। রাস্তায় যেন যান চলাচলে সমস্যা না হয় তাই আমরা শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উখিয়ার সমন্বয়ক, সায়েম ও জিসান জানান, কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগ যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে।এই দেশটা আমাদের, এই দেশের সম্পদ রক্ষা করার দায়িত্বও আমাদের। এই ব্যাপারে সকল শিক্ষার্থীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান
১ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে
৫ দিন ৭ ঘন্টা ২৪ মিনিট আগে
৭ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে
৯ দিন ৪ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
১৮ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে